জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা অফিস অভিযান চালিয়েছে।
গতকাল বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঈফতার সামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সাজিয়ে রাখার দায়ে চৌরুঙ্গী বেকারীকে ৫০০০ টাকা এবং সিজল ফ্রুট্সকে ২০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
বিজয়বাংলা নিউজকে ভোক্তা অধিদপ্তরের কক্সবাজার জেলা সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ ও পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আবদুর রহিম জানান, ভেজাল, অস্বাস্থ্যকর ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতার সাথে ব্যবসা পরিচালনার করার আহবান জানানো হয়।