সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
National Heart Foundation Hospital

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে CRT-P সফল ভাবে স্থাপন

Bijoy Bangla

রাজশাহী প্রতিনিধি

প্রকাশের সময়: ১২ মার্চ, ২০২৫, ০৮:১১পিএম

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে CRT-P সফল ভাবে স্থাপন

 রাজশাহী ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ডরিসার্চ ইনস্টিটিউটে CRT-P সফল ভাবে স্থাপন।

১২ মার্চ (বুধবার)  সকাল ৯:৩০ টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে একজন জটিল হার্ট ফেইলিউর রোগির সফল ভাবে কার্ডিয়াক রিসিঙ্ক্রো নাইজেশন থেরাপি পেসমেকার (CRT-Pসফল ভাবে স্থাপন করা হয়েছে। রোগির মোঃ সেলিম, হুজরাপুর, সদর চাঁপাইনবাবগঞ্জ, বয়স ৬৩ বছর ।

জানা যায়, দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে সুপরিচিত এভার কেয়ার হাসপাতাল, ঢাকা’র প্রখ্যাতই লেকট্রোফিজিওলোজিস্ট, হার্ট ফেইলিউর ও ইন্টারভেনশনা লকার্ডিওলজিস্ট এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সহ-সভাপতি-১ প্রফেসরডা. এম. আতাহার আলী। ক্যাথল্যাবেতাঁকে সহযোগিতা করেন প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন মন্ডল, ইন্টার ভেনশনাল কার্ডিওলজিস্ট, ডাইরেক্টর অ্যান্ডচিফকন সালটেন্ট, ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী ও সহ-সভাপতি-৩, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী। ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি পেসমেকার (CRT-P) প্রথমবারের মতো স্থাপন করা হয়।