সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
The two groups clashed

জামালপুরে ইফতার নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৫, ১১:৫১এএম

জামালপুরে ইফতার নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬
জামালপুরে ইফতার নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের খেজুরতলা এলাকায় সন্ধ্যায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সঙ্গে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করেন। ঘটনাস্থলে কিছুক্ষণ পরে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই সাংবাদিকদের ব্যাপক মারধর করা হয়। সেই সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

সংঘর্ষে আহত সাংবাদিকরা হলেন— দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ হাসান (২৮); দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০); ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিক (২৭); জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪); মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহতদের সবাইকে ইতোমধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মারামারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।