নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 'জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের কূট পরিকল্পনার' বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় নিয়ামতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে stand for nid বিষয়টি নিয়ে বিশদভাবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ।
বক্তব্যে তিনি বলেন, এনআইডির কাজ গত ২০০৭-২০০৮ সাল থেকে শুরু হয়েছে নির্বাচন অফিসের মাধ্যমে। এখন অন্য স্থানে স্থানান্তর করলে মানুষের গোপনীয়তা থেকে শুরু করে ভোটারের তথ্য দিতে মানুষের মাঝে আগ্রহ কমে যাবে। এর খারাপ দিকের মধ্যে, ভোটার ডুপ্লিকেট ও তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থেকে যায়। তাছাড়া এমন সিদ্ধান্ত সংবিধান পরিপন্থীও হবে বলে জানান তিনি।
এসময় মানববন্ধনে নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।