সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
Demand to stop raids on brick kilns

রাজশাহীতে ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৫, ০২:৫২পিএম

রাজশাহীতে  ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।ছবি - কাবিল হোসেন

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ দাবিতে একটি স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর ইটভাটা মালিকেরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রাজশাহী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, ইটভাটা বন্ধ হলে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, যা তাদের জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তারা হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে অনেক শ্রমিক আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবেন।

বিক্ষোভ শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি,ররাজশাহী জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি জানান, জেলা প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং ইটভাটা ভাঙচুর, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ ৭ দফা দাবি জানায়। অভিযান বন্ধ না হলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।