গতকাল বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর ১২ টায় বড়াইগ্রাম উপজেলা হলরুমে বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ -সামাজিক উন্নয়ন, নাগরিক সংগঠনের অংশগ্রহণে জন্ পরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালী করন প্রকল্প এবারের প্রতিপাদ্য অধিকার 'সমতা, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন নিয়ে আদিবাসীদের আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
আলোচনা সভায় নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন তথ্য যদি আপনার কাছে থাকে তাহলে উন্নয়নের পথ টা আপনি নিজেই খুঁজে নিতে পারবেন অর্থাৎ কিরকম যেমন আমাদের উপজেলা লেভেলে বিভিন্ন রকমের অফিস আছে কম দপ্তর থেকে কি সুবিধা দেওয়া হয় কোন দপ্তর আপনাকে কি সুবিধা দিতে পারবে এ তথ্যগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনাদের জীবন মানে উন্নয়ন করতে পারবেন। যেমন নিডা সোসাইটির মাধ্যমে আপনি তথ্য নিয়ে আপনি কাজে লাগাতে পারবেন আমি মনে করি মেয়েরা সমাজে সকল কিছু জানিতা শক্তি কারণ একটা সংসার সঠিক ও সফলভাবে চালাতে গেলে মেয়েরাই সেখানে মূলত সংসার চালাই। আর বাইরের পরিবেশের ইনকাম করে অন্য সদস্যরা বাহিরে কাজ করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন নিডা সোসাইটি পরিচালক প্রোগ্রামার জিল্লুর রহমান, আদিবাসী মাধবী রানী,নিডা সোসাইটি প্রোগ্রাম কর্ডিনেটর আলিয়া পারভীন সহ আরো অনেকে বক্তব্য রাখেন ।