সারা দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার তিনমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিভিল সোসাইটি অর্গানাইজেশন ( সিএসও), বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও), জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ( জেএনএনপিএফ) এর আয়োজনে, বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড’র সহযোগিতায় অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিএসও প্রতিনিধি, জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুরের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা; বিডিও’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। মানববন্ধন অনুষ্ঠানে আছিয়াসহ সকল ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত শাস্তির দাবী জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।