বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
Protest against the genocide in Palestine

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে ইফতার ও জুতা নিক্ষেপ

Bijoy Bangla

ছোটন সরদার

প্রকাশের সময়: ২০ মার্চ, ২০২৫, ১২:৪০পিএম

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে ইফতার ও জুতা নিক্ষেপ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে ইফতার ও জুতা নিক্ষেপ

রাজশাহী কলেজ মাঠে জুয়েল কিবরিয়া বাংলা একাডেমির আয়োজনে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ১৯ মার্চ একটি প্রতিবাদী ইফতার ও জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নিউ ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো: আবুল কাশেম, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, চাপাইনবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ করীম, সাংস্কৃতিক  কর্মী ওয়ালিউর রহমান বাবু, কনসেপ্ট একাডেমির পরিচালক শাহিনুজ্জামান শাকিল, মুনসুর ম্যাথ এর পরিচালক মো: মুনসুর রহমান।

কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল ফিলিস্তিনে নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো। এদিনের কর্মসূচিতে বক্তারা ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে চলমান সহিংসতা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, বিশ্ববাসীকে ফিলিস্তিনের প্রতি সহানুভূতির হাত বাড়াতে হবে এবং এই অবিচারের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে।

ইফতার শেষে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানাতে ক্ষোভ প্রকাশ করে জুতা নিক্ষেপ করেন, যা তাদের প্রতিবাদ এবং ক্ষোভের চিহ্ন হিসেবে উল্লিখিত হয়।

এ ধরনের উদ্যোগ ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশিদের অগাধ ভালোবাসা ও সহমর্মিতার পরিচায়ক। প্রতিবাদী কর্মসূচি সমাপ্তির পর, সকলেই একে অপরকে শান্তিপূর্ণ ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।

প্রতিবাদী কর্মসূচিটি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে একটি শক্তিশালী বার্তা হিসেবে চিহ্নিত হচ্ছে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে মানবাধিকারের প্রতি নিজেদের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছেন।