শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Memorandum issuance

বেসিক আইসিটি কোর্স পুনরায় চালুর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

Bijoy Bangla

মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ

প্রকাশের সময়: ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:৪৯পিএম

বেসিক আইসিটি কোর্স পুনরায় চালুর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
বেসিক আইসিটি কোর্স পুনরায় চালুর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

রাজশাহী কলেজের নিজস্ব উদ্যোগে ও স্ব অর্থায়নে পরিচালিত ফ্রি আইসিটি বেসিক কোর্স চালু রাখার দাবি জানিয়ে কলেজ অধ্যক্ষ কে স্মারক লিপি জমা দিয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবিরের নেতৃত্বে এই স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। 

এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বেসিক আইসিটি কোর্স বন্ধের সিদ্ধান্ত আমাদের শিক্ষাজীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কর্মশালা দীর্ঘসময় ধরে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত জ্ঞানের চাহিদা পূরণ করে আসছিল। তাছাড়া, উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রেও আইসিটির মৌলিক জ্ঞান অপরিহার্য।

 তিনি বলেন, শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক দক্ষতা অর্জনের কথা বিবেচনা করে আমরা এই কোর্স চালু রাখার জন্য কলেজ প্রশাসনের নিকট দাবি জানিয়েছি।

কলেজ অধ্যক্ষ এ বিষয়ে বলেন, আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবো, এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।

উল্লেখ্য, রাজশাহী কলেজে ফ্রি আইসিটি বেসিক কোর্স টি দীর্ঘদিন ধরে কলেজের নিজস্ব উদ্যোগে ও স্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছিলো। বর্তমানে কলেজ প্রশাসন এই কোর্সটির জায়গায় ডিজিটাল মার্কেটিং পেইড কোর্সটি চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। যেখানে প্রত্যেক শিক্ষার্থীকে ৫১০০ টাকা (মূল কোর্স ফি ৫০০০ টাকা + ভর্তি ফরম ১০০ টাকা) করে কলেজ প্রশাসনকে দিয়ে এই কোর্সটি তে ভর্তি হতে হবে।

 স্মারক লিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জুবায়ের হোসেন, সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, মোঃ উজ্জ্বল, রুহুল আমিনসহ কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা।