শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
10 students are sick

সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১৯ মে, ২০২৫, ০৮:১৩পিএম

সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ জন স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

অসুস্থ শিক্ষার্থীরা হলেন—লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার।

গুরুত্বপূর্ণ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে

ঝড়ে উড়ে গেছে স্কুল ঘরের টিন, খোলা আকাশের নিচে পাঠদান

শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা শ্বাসকষ্টে আক্রান্ত। এদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ জন স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

অসুস্থ শিক্ষার্থীরা হলেন—লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার।

গুরুত্বপূর্ণ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে

ঝড়ে উড়ে গেছে স্কুল ঘরের টিন, খোলা আকাশের নিচে পাঠদান

শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা শ্বাসকষ্টে আক্রান্ত। এদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।