বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
MP Sourendranath Chakraborty

ভালবাসার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত সংসদ সদস‍্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী

Bijoy Bangla

সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ

প্রকাশের সময়: ২৩ জানুয়ারি, ২০২৪, ০৯:১০এএম

ভালবাসার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত সংসদ সদস‍্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী
ভালবাসার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত সংসদ সদস‍্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী

বদলগাছীতে জন সাধারণের ভালবাসার গণসংবর্ধনার জোয়ারে ভাসছে নওগাঁ-৩ আসনের নৌকার নবনির্বাচিত সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে প্রার্থীর সংখ্যা ৭ জন হলেও বিপুল ভোটের ব্যবধানে সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বারের বিশাল ভোটে জয়লাভ করেন।

উক্ত নির্বাচনে (মহাদেবপুর- বদলগাছী) উপজেলায় সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন নৌকা প্রতীকে পান ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার ট্রাক প্রতীকে ৬০ হাজার ৫১ ভোট পান।

এরপর শপথগ্রহণ শেষে ১৭ জানুয়ারি বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমবারের মত ১৯ শে জানুয়ারি শুক্রবার  নিজ এলাকায় ফিরেছেন। এ উপলক্ষে ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪:০০ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে এক গণ -সংবর্ধনার আয়োজন করা হয়। স্বাধীনতার মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে  নবনির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেনকে উপজেলার সকল পেশার মানুষ গণসংবর্ধনার মাধ্যমে সিক্ত করেন এবং তাঁকে সংবর্ধনা প্রদান করেন। 

এ সময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে অসংখ্য মানুষকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করতে দেখা যায়।

সংবর্ধনা শেষে প্রধান অতিথি হিসেবে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বলেন, ‘জাতীর পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। ঐ ঐতিহাসিক নির্বাচনে দুই  উপজেলার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। এই জয় আমার নয়, এই জয় আমার এই দুই  উপজেলাবাসীর জন্য আমি উৎসর্গ করলাম। তিনি আরো বলেন, আমার চাহিদা নেই। এখন শুধুই আপনাদের সাথে নিয়ে দুই উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা। আপনারা চিন্তা করবেন না, অনিয়ম দূর্নীতি করবো না। কাউকে করতেও দেবনা। আপনারা মাধ্যম ছাড়া ভালো কাজের পরামর্শ দিয়েন। আমি উন্নয়ন করে দিবো ইনশাল্লাহ। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো আবু শাহীন মন্ডল ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মিঠাপুর ইউপির চেয়ারম্যান ফিরোজ হোসেন, আধাইপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম পল্টন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ প্রমূখ সহ কয়েক হাজার নেতাকর্মী।