শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Exchange of views with the tourist police

ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর শিক্ষার্থীদের কক্সবাজার ভ্রমণ ও ট্যুরিস্ট পুলিশের সাথে মতবিনিময়

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

প্রকাশের সময়: ২৩ মে, ২০২৫, ১২:২৪এএম

ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর শিক্ষার্থীদের কক্সবাজার ভ্রমণ ও ট্যুরিস্ট পুলিশের সাথে মতবিনিময়
ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর শিক্ষার্থীদের কক্সবাজার ভ্রমণ ও ট্যুরিস্ট পুলিশের সাথে মতবিনিময়

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর ছাত্র-ছাত্রীগণ পর্যটকদের নিরাপত্তা বিষয়ক একটি গবেষণার (রিসার্চ) অংশ হিসেবে কক্সবাজার সফর করেন। এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল কক্সবাজারে আগত দেশি ও বিদেশি পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা, চ্যালেঞ্জ এবং ট্যুরিস্ট পুলিশের ভূমিকা সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা। 

গতকাল এই গবেষণার অংশ হিসেবে ছাত্র-ছাত্রীরা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় ছাত্র-ছাত্রীগণ পর্যটকদের নিরাপত্তা, তথ্য প্রযুক্তির ব্যবহার, জরুরি সেবা প্রদান, নারীদের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। 

জনাব আপেল মাহমুদ অত্যন্ত আন্তরিকতার সাথে সকল প্রশ্নের উত্তর দেন এবং ট্যুরিস্ট পুলিশের নানা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।