রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়য়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা।
মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স ম আবু হেনা বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক এনামুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।