বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
Science and Technology fair finale

নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

Bijoy Bangla

সবুজ সরকার, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশের সময়: ৩০ জানুয়ারি, ২০২৪, ০৭:৪১এএম

নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী
নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

নওগাঁর নিয়ামতপুরে  উপজেলা পরিষদ চত্বরে দিই দিনব্যাপী  বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে ।

 মঙ্গলবার বিকেলে  উপজেলা চত্বরের উম্মুক্ত মঞ্চের সামনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।  সভাপতিত্ব করেন   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম। সঞ্চালন করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ উদ্দিন মন্ডল,  উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।