আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

No. 5 Kola Union of Badalgachi Upazila

ভূয়া মৃত্যু সনদ প্রদানে ইউপি সচিবের বাৎসরিক ইনক্রিমেন্ট স্থগিত

Bijoy Bangla

সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৪৬ এএম

ভূয়া মৃত্যু সনদ প্রদানে ইউপি সচিবের বাৎসরিক ইনক্রিমেন্ট স্থগিত
ভূয়া মৃত্যু সনদ প্রদানে ইউপি সচিবের বাৎসরিক ইনক্রিমেন্ট স্থগিত। ছবি: বিজয় বাংলা নিউজ

নওগাঁর বদলগাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনকে ভূয়া মৃত্যু সনদ প্রদানে সহায়তা করায় সচিব আনজুমান আরা বেগমের বার্ষিক দুটি ইনক্রিমেন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছেন নওগাঁ জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল।

জানাগেছে, নওগাঁ সদরের এস কে চক্রবর্তীর জীবিত ছেলে এস কে সালেহীনকে কোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঝাড়ঘরিয়া গ্রামের বর্তমান এবং স্থায়ী বাসিন্দা ও ঝাড়ঘরিয়া গ্রামেই তার মৃত্যু হয়েছে দেখিয়ে ভূয়া মৃত্যু সনদ প্রদান করেন ৫নং কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম (স্বপন)। এ বিষয়ে গত বছর ১২ই মার্চ ইং তারিখে ঝাড়ঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী নওগাঁ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন। 

অভিযোগের সত‍্যতা প্রমাণিত হওয়ায় গত ৬ই এপ্রিল/২০২৩ইং তারিখের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জেলা প্রশাসক প্রতিবেদন প্রেরন করেন বলে অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন।

এ ব‍্যপারে ৫নং কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, কোলা ইউপি সচিব আনজুমান আরা বেগমের বার্ষিক দুটি ইনক্রিমেন্ট বন্ধ করার চিঠি তিনি পেয়েছেন।

এ ব‍্যপারে জানতে চাইলে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল  বলেন, কোলা ইউনিয়ন পরিষদের সচিব আনজুমান আরা বেগমের বার্ষিক দুটি ইনক্রিমেন্ট বন্ধ করার ২৪/১২/২০২৩ ইং তারিখের ডিসি স্যারের এক নির্দেশ পত্র তিনি পেয়েছেন। 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0