শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
Logo
BGB prevented infiltration

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় পাঁচ সদস্যকে আটকে দিয়েছে বিজিবি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০০এএম

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় পাঁচ সদস্যকে আটকে দিয়েছে বিজিবি
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় পাঁচ সদস্যকে আটকে দিয়েছে বিজিবি। সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এক রোহিঙ্গা পরিবারের পাঁচ সদস্যকে আটকে দিয়েছে বিজিবি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্টে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে তাদের পুশব্যাক করে বিজিবি।

অনুপ্রবেশের চেষ্টাকারী মিয়ানমারের নাগরিকরা হলেন, মংডু জেলার ভৌগনী গ্রামের হোসেন আলীর ছেলে মো. রহমত উল্লাহ (৩০), তার স্ত্রী সাজেদা (২৫), ছেলে হায়াতুন নূর (৫), জোনাইদ (৩) ও মেয়ে আমাতনুর (দেড় বছর)।

বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে এক রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করেছিল। পরে বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।