শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Logo
6 members arrested

ডাকাত দলের গ্রেপ্তার ৬ সদস্য

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৩এএম

ডাকাত দলের গ্রেপ্তার ৬ সদস্য
ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

সদরঘাট এলাকা থেকে ডাকা‌তি প্রস্তু‌তিকালে দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পু‌লিশ।

শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর প‌শ্চিম মাদারবা‌ড়ি এলাকা থেকে ১টি দেশি অস্ত্র, ৪টি ছু‌রি, ২টি তালা কাটার যন্ত্র ও ২টি রেঞ্চসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পু‌লিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আরিফ হাসান মেহেদী নামে ডাকাত দলের এক সদস্য স্বীকার করেছে- কয়েক‌দিন আগে মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিকের এক বাসা থেকে চু‌রি করা স্বর্ণ তার কাছে রয়েছে। পরে তাকে নিয়ে অভিযান চা‌লিয়ে ডবলমু‌রিং থানাধীন বারেক বি‌ল্ডিং এলাকার সানাই সিনেমা হলের খা‌লি জায়গার ঝোপের ভিতরে মা‌টির নিচে লুকানো অবস্থায় ৫১ ভ‌রি ১২ আনা ৩ র‌ত্তি স্বর্ণ উদ্ধার করে পু‌লিশ।