লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় একটি নতুন মার্কেট নির্মাণ কাজে বাঁধাসহ ১০ শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মান্দারী বাজারে বণিক সমিতির নির্মাণাধীন মার্কেটে এ ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে পার্শ্ববর্তী ভবন মালিক আব্দুল মাজেদসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে বণিক সমিতির নেতারা।
আহত শ্রমিকরা হলেন তরিকুল খান, জামাল হোসেন, সজিব হোসেন, ইউনুস, হুমায়ুন কবির, সজিব, সোহেল, শাহজাহান, শাফিক উল্যাহ ও হাসান।
জানা যায়, মান্দারী বাজার বণিক সমিতি প্রায় দুই বছর আগে বাজার এলাকায় নিজস্ব জমিতে বহুতল মার্কেট নির্মাণ কাজ শুরু করে। নির্মাণ কাজ বর্তমানে চলমান।
মান্দারী বাজার বনিক সমিতির সভাপতি সামছুদ্দীন সাজু জানান, ঘটনার সময় অজ্ঞাত যুবকদের নিয়ে পুলিশের উপস্থিতিতেই মাজেদ নির্মাণ কাজে বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশের সামনেই হামলা চালিয়ে শ্রমিকদেকে মারধর করা হয়। এসময় পুলিশও শ্রমিকদের মেরেছে। আমাদের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় তা রেকর্ড আছে। মার্কেট নির্মাণ করতে গেলে মাজেদ বিভিন্ন সময় আমাদের কাছ থেকে চাঁদা দাবি করেন। ঠিকাদারের কাছেও টাকা চেয়েছিলেন। ওই টাকা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমরা আদালতে মামলা করবো।
আব্দুল মাজেদ জাগো নিউজ বলেন, আমাদের প্রায় দুই শতাংশ জমি বণিক সমিতি দখলে নেওয়ার চেষ্টা করছেন। এতে আমি ১৪৪ ধারায় আদালতে মামলা করি। আদালতের নির্দেশ অমান্য করে তারা কাজ করছে। পুলিশের কথাও তারা শোনেনা। পরে পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা পালিয়ে যায়। শ্রমিকদের ওপর হামলার ঘটনা সত্য নয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা থাকায় পুলিশ কাজ বন্ধ করে দেয়। হামলার ঘটনা আমার জানা নেই। পুলিশের উপস্থিতিতে হামলার চালানো হয়েছে প্রশ্নে তিনি বলেন, অনেকেই অনেক কথা বলে। সবকিছু সঠিক না।
কট/বি