শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২৫
Logo
Election of Cox's Bazar Sports Association

উৎসবমুখর পরিবেশে কক্সবাজার ক্রীড়া সংস্থার নির্বাচন

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০২এএম

উৎসবমুখর পরিবেশে কক্সবাজার ক্রীড়া সংস্থার নির্বাচন
উৎসবমুখর পরিবেশে কক্সবাজার ক্রীড়া সংস্থার নির্বাচন

উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। কাংখিত নির্বাচনে ৯ পদে ২৮ জন নির্বাচিত হ‌য়ে‌ছেন। মোট ভোটার ছিল ১৩৪ জন। এর ম‌ধ্যে ভোট প‌ড়ে‌ছে ১২৯টি।

গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।

নিয়ম অনুযায়ী পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। পাশাপাশি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হি‌সে‌বে অ‌্যাড‌ভো‌কেট জসিম উদ্দীন ও কোষাধ্যক্ষ হি‌সে‌বে রাশেদ হোসেন নান্নু, সংরক্ষিত নারী সদস্য প‌দে খালেদা জেসমিন এবং সামিনা কাশেম পান্না নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সহ-সভাপতি, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম- সম্পাদক, সদস্য (উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক) সংরক্ষিত ও সদস্য পদে।

এবার সহ-সভাপতি পদে ৫ জন, অতিরিক্ত সাধারণ সম্পাদক ২ জন , যুগ্ম সম্পাদক পদে ৩ জন, সদস্য পদে ২২ জন এবং সদস্য (উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক) (সংরক্ষিত) পদে ৩ জনসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সহ-সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে আবছার উদ্দিন, ১০৬ ভোট পেয়ে অধ্যাপক জসিম উদ্দিন, ৯৪ ভোট পেয়ে অধ্যক্ষ জসিম উদ্দিন ও ৯০ ভোট পেয়ে অনুপ বড়ুয়া অপুসহ মোট ৪ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া এ প‌দে ৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন খোরশেদ আলম রাজা।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হ‌য়ে‌ছেন জাহিদ ইফতেখার। এ প‌দে ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন মাহমুদুল করিম মাদু।

যুগ্ম-সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ ও হেলাল উদ্দিন কবির। এ প‌দে শোয়াইব ইফতেখার চৌধুরী ৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সদস্য সংরক্ষিত (উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক) পদে ১০৬ ভোট পেয়ে নাসির উদ্দিন ও ৯১ ভোট পেয়ে আশরাফুল আজিজ সুজন নির্বাচিত হয়েছেন। এছাড়া ৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন আবু হেনা মোস্তফা কামাল।

এছাড়া সদস্য পদে ৯৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন আমিনুল ইসলাম মুকুল। এরপর যথাক্রমে ইসতিয়াক আহমেদ জয় ৯২ ভোট, ওমর ফারুক ফরহাদ ৯১, পরেশ কান্তি দে ৯০, রতন দাশ ৮৬, আলী রেজা তসলিম ৮৪, আজমল হুদা ৮০, কাজী আবুল মাসুদ ৭৮, সাখাওয়াত হোসেন ৭৬, প্রকৌশলী উসমান সরওয়ার আলম ৭৪, আবছার কামাল ৭৩, খালেদ মোহাম্মদ আজম বিপ্লব ৭৩, ওয়াহিদ মুরাদ সুমন ৭০, এস.এম এনামুল হক ৭০ ভোট পেয়ে মোট ১৪ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এবা‌রের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

নির্বাচনের ফল ঘোষণাকালে তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরেপক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। এজন্য ক্রীড়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। অভিবাদন।