শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২৫
Logo
Cox's Bazar

পবিত্র শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে কক্সবাজারে মামলা দায়ের

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ০১ মার্চ, ২০২৪, ১২:৪৭পিএম

পবিত্র শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে কক্সবাজারে মামলা দায়ের
পবিত্র শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে কক্সবাজারে মামলা দায়ের

পবিত্র শবে বরাত নিয়ে জঘন্য কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্যের দেওয়ার বিরুদ্ধে সালাফী আলে হাদীসের মোল্লা আকরামুজ্জামান ইবনে আবদুস সালাম আল-মাদানীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কক্সবাজারের চকরিয়া হারবাংগের শাহজাদা মাওলানা আবুল হাশেম শাহ্। 

মামলাটি আমলে নিয়েছেন কক্সবাজার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ মহোদয় এর আদালত। 

বাদী পক্ষের আইনজীবী এড. ইমরুল কায়েস মানিক, সিনিয়র আইনজীবী আ.জ.ম মঈন উদ্দিন ও এড আবছার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

পাশাপাশি সাথে ছিলেন এড. আজিজুল ইসলাম, এড. ফরিদুল আলম, এড. ফরহাদ আহমদ ও এড. আকবর মোঃ হাসনাত উল্লাহ।

মামলার বাদী চকরিয়া হারবাং এর শাহজাদা মাওলানা মুহাম্মদ আবুল হাশেম শাহ্ (মোন্তাজেম), হারবাং শাহসুফি দরবার শরীফ কমপ্লেক্স ও কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। 

মামলার ২নং সাক্ষী মাওলানা সালা উদ্দিন মোঃ তারেক, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ৩নং সাক্ষী মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, সভাপতি, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি, কক্সবাজার।

এসংক্রান্ত গণমাধ্যমের সাথে মুখোমুখিকালে  উপস্থিত ছিলেন মাওলানা ইমরানুল হক, আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ড নুনিয়াছড়া গাউছিয়া রহমানিয়া মুজিবিয়া দায়রা শরীফের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাইজভাণ্ডারী ও খাদেম সিরাজুল ইসলাম মাইজভাণ্ডারী প্রমুখ।