‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে ভৈরবে জাতীয় দূযোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও ভাইস চেয়ারম্যান আল মামুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে দুর্যোগ প্রশমনের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শ্রেষ্ঠ ৩ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ।