শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Logo
Donation of iftar items to orphanages

কক্সবাজারে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হেফজখানা ও এতিমখানায় ইফতার সামগ্রী উপহার

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ১১ মার্চ, ২০২৪, ১০:৫৬এএম

কক্সবাজারে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হেফজখানা ও এতিমখানায় ইফতার সামগ্রী উপহার
কক্সবাজারে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হেফজখানা ও এতিমখানায় ইফতার সামগ্রী উপহার

বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হেফজখানা ও এতিমখানার হেফজ পড়ুয়া এতিম ছাত্র-ছাত্রীরা পবিত্র রমজান মাসের রোজা রেখে ইফতার করতে পারে - সেই জন্য চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ইফতার সামগ্রী উপহার বিতরণ করেছে কক্সবাজার জেলা পরিষদ। 

সোমবার ১১ মার্চ সকালে জেলা চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল এর উদ্যোগে একান্ত প্রচেষ্টায় সংশ্লিষ্ট হেফজখানা এতিমখানার পরিচালনা কমিটির হাতে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, সদস্য শহিদুল ইসলাম মুন্না, সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন ও উচ্চমান সহকারী বখতিয়ার হোসেন প্রমুখ।

বিজয় বাংলা নিউজ কে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আত্মমানবতার সেবায় জেলা পরিষদ সবসময় বদ্ধপরিকর। বিভিন্ন সেবা খাত থেকে পবিত্র মাহে রমজানে মানবতার পাশে দাঁড়াতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া প্রকাশ করছি।