শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Cox's Bazar

মহেশখালী কলেজের এডহক কমিটি স্থগিত করেছে হাইকোর্ট

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৪, ১০:৩১এএম

মহেশখালী কলেজের এডহক কমিটি স্থগিত করেছে হাইকোর্ট
___প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালী কলেজের এডহক কমিটি স্থগিত করেছে হাইকোর্ট। এডহক কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেনের দায়েরকৃত রীট পিটিশন  নং ২৫২১/২০২৪ এ মহেশখালী কলেজের  এডহক কমিটিকে স্থগিত করেন ও নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে  কলেজের ব্যবস্হাপনা কমিটি গঠনে রুল নিশি জারী করেন। 

ইতিপূর্বে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে কলেজের ব্যবস্থাপনা কমিটি গঠনের আবেদনে নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণায় রুল নিশি জারী করেন মহামান্য হাইকোর্ট। মহামান্য হাইকোর্টের এই আদেশের কপি সংযুক্ত করে মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন গত ১১/৩/২০২৪ ইং তারিখ জেলা প্রশাসক কক্সবাজারকে ও ১২/৩/২০২৪ইং তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহেশখালী ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহেশখালী কলেজকে লিখিত আবেদন দিয়ে অবহিত করেন যাতে তারা এডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখেন।