বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
College student drowned in pond

পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ২২ মার্চ, ২০২৪, ০৬:৪১এএম

পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

সাঁতার শিখতে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অভ্যন্তরের পুকুরে ডুবে অর্ণব তালুকদার (১৭) নামে এক ইন্টার পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

অর্ণব তালুকদার সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকায় থাকতেন। তার বাবার নাম কৃতিশ তালুকদার। সে সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করে। পরে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাঁতার শিখতে তার সঙ্গে আসা তার ৭ বছর বয়সী ছোটভাই জানায়, প্রতিদিন সে এবং তার ভাই তাদের শিক্ষকের সঙ্গে এ পুকুরে সাঁতার শিখতে আসে। আজ তার শিক্ষক সঙ্গে না আসায় তারা দুইভাই সাঁতার শিখতে আসে। এক পর্যায়ে অর্ণব ডুবে গেলে সে আশেপাশে লোকজনদের ডাকাডাকি শুরু করে। পরে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পুকুর থেকে উদ্ধার করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, সাঁতার শেখার জন্য সে হয়ত এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও রয়েছে।

বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পুকুরটি গভীরতা বেশি থাকায় যে কারো জন্য বিপজ্জনক হতে পারে। তাই সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।