আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Buyers are not buying watermelons even if miked

মাইকিং করলেও তরমুজ কিনছেন না ক্রেতারা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৪, ০৯:৫৬ পিএম

মাইকিং করলেও তরমুজ কিনছেন না ক্রেতারা
কাউখালীতে মাইকিং করে তরমুজ বিক্রি করছে ব্যবসায়ীরা।.....সংগৃহীত ছবি

ক্রেতা না পাওয়ায় পিরোজপুরের কাউখালীতে মাইকিং করে তরমুজ বিক্রি করছে ব্যবসায়ীরা। সোমবার (১ এপ্রিল) সাপ্তাহিক হাটের দিন মাইক হাতে ক্রেতা ডেকে তরমুজ বেচতে দেখা যায়।

তরমুজ ব্যবসায়ী মো. সবুজ বলেন, ‘তরমুজ ব্যবসায় ধস নেমেছে। তরমুজের কেনার আগ্রহ হারিয়ে ফেলেছেন ক্রেতারা। যেহেতু, তরমুজ পচনশীল একটি পণ্য তাই মাইকিং করে বিক্রি করছি। আজ ছোট সাইজের তরমুজ ৫০ টাকা, মাঝারি সাইজের ১০০ টাকা পিস এবং সবচেয়ে বড় সাইজের তরমুজ ১৫০ টাকা পিস হিসেবে বিক্রি করছি। কিন্তু, এরপরও ক্রেতা পাওয়া যাচ্ছে না।’ 

তরমুজ কিনতে আসা আক্কাস আলী বলেন, ‘বেশি দাম থাকায় আগে আমরা তরমুজ কিনতে পারিনি। আজকে বাজারে তরমুজের দাম কম। আমার মতো অনেকেই তরমুজ কিনতে পারছেন। বাজার মনিটরিং জোরদার থাকলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে চলে আসবে।’

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোনো অসাধু ব্যবসায়ী ইচ্ছা করে দাম বাড়িয়ে যাতে পণ্য বিক্রি করতে না পারেন সে বিষয়টি নজরদারি করা হচ্ছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0