চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা বৃহস্পতিবার আশ্রয়ন প্রকল্পের গ্রাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির সল্লা বেলতলায় ৪০ জন নারীর মাঝে ঈদের শাড়ি ও খাদ্য সামগ্রী উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম,সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন,সদস্য মনসুরা বেগম,ডলিয়ারা বেগম,ছবি রাণি সাহা,শাহনাজ রুমি,কুমকুম খাতুন,উপদেষ্টা শফিকুল আলম,আনোয়ার হোসেন প্রমূখ।
ওই গ্রামের নারী নেত্রী আয়েসা খাতুন বলেন, এ গ্রামের বাসিন্দা নারীদের অধিকাংশই বিধবা।এজন্য এটাকে বিধবাদের গ্রামও বলা হয়।
এছাড়া আছে কয়েকজন প্রতিবন্ধী ও অসহায় নারী।শহর থেকে দূরে এসে এদের কেউ কিছু দিয়ে সহায়তা করতে আসে না।জাগো নারী বহ্নিশিখার উপহার পেয়ে তাঁরা খুব খুশি।