মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
3 cows died due to lightning at night

রাতে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০১ মে, ২০২৪, ০১:১১পিএম

রাতে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বজ্রপাতে এক কৃষকের তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৩০ মে) রাত ২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় বজ্রপাতে একসঙ্গে তিনটি গরু মারা যায়।

স্থানীয় সূত্র জানা যায়, তীব্র গরমের কারণে গরুগুলো রাতে মাঠেই বেঁধে রাখা ছিল। এ সময় বজ্রপাতে দরিদ্র কৃষক মো. আব্দুর রাজ্জাক হাওলাদারের (রাজা মিয়া) তিনটি গরু মারা যায়।

চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, যার গরু মারা গেছে তিনি গরিব কৃষক। মারা যাওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। ক্ষতিগ্রস্ত ওই কৃষককে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।