কক্সবাজারের একাধিক ডাকাতি ও ছিনতাই মামলায় জড়িত ‘সাইফুল বাহিনী’র দলনেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর একটি বিশেষ টিম।
শুক্রবার রাত ১০টার দিকে শহরের সুগন্ধা বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল কক্সবাজার পৌর শহরের সমিতিপাড়া এলাকার সুলতানের ছেলে।
পুলিশ জানায়, সাইফুলকে একাধিক ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গত ৩০ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানার মামলা নং ৮০/৩১২ এর আওতায় দণ্ডবিধানের ৩৯৯/৪০২ ধারা (ডাকাতি ও চুরি) সম্পর্কিত মামলায় তাকে খোঁজা হচ্ছিল।
বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, বিভিন্ন তথ্যে আমরা বাহিনী প্রধান সাইফুলকে গ্রেপ্তার করি। অপরাধ দমনে আমাদের কার্যকর ভূমিকা থাকবে সর্বদা।