বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
MP Asad congratulates the passed students

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি আসাদের অভিনন্দন

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

প্রকাশের সময়: ১২ মে, ২০২৪, ০৭:৩৬পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি আসাদের অভিনন্দন
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি আসাদের অভিনন্দন

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।  

রোববার এক অভিনন্দন বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান বলেন, আমি তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরবর্তী একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের মাধ্যমে আগামীতে তোমরা আরো সফলতা বয়ে আনবে-এই প্রত্যাশা করি। আমি তোমাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। তোমরা প্রত্যেকেই হৃদয়ে দেশপ্রেমকে ধারণ করে সুন্দর জীবন গড়ে তুলবে এই প্রত্যাশা করি।

পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল করতে পারনি, তাদের বলবো তোমার হতাশ হবে না। নিশ্চয় তোমরা নতুন করে চেষ্টা শুরু করবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে তোমরা তোমাদের মেধার বিকাশ ঘটিয়ে নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবে।