বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Mustafa Ghulam Quddus

বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২৫ জানুয়ারি, ২০২৫, ০৬:১৪পিএম

বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন
বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।......সংগৃহীত ছবি

বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪৯ সালের ৪ মার্চ কুমিল্লায় তার জন্ম।

গোলাম কুদ্দুসের প্রথম নামাজে জানাজা গুলশান গ্র্যান্ড আজাদ মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়। এর পরে দ্বিতীয় নামাজে জানাজা মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লা চোদ্দগ্রামে অনুষ্ঠিত হয়। এর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মোস্তফা গোলাম কুদ্দুস ছিলেন ড্রাগন গ্রুপ এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান এবং সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর প্রতিষ্ঠাতা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের (আরএমজি) ইতিহাসে তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। শিশু শ্রম নির্মূলে তার একক প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করে।

দেশের সোয়েটার শিল্পের জনক হিসেবে পরিচিত মোস্তফা গোলাম কুদ্দুস বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বাংলাদেশের উন্নতি ও মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন।