বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Rachna Banerjee passes away

প্রিয়জন হারালেন রচনা ব্যানার্জি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০১ জুন, ২০২৪, ০৭:০৮এএম

প্রিয়জন হারালেন রচনা ব্যানার্জি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। অভিনয় জগৎ থেকে বর্তমানে দূরে থাকলেও টিভি সঞ্চালনায় এক নাগারে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি এই অভিনেত্রী সরব রয়েছেন রাজনীতির মাঠেও। ভারতের এবারের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, নির্বাচনের ফলাফলের আগেই রচনার পরিবারে নেমে আসলো শোকের ছায়া। বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াণ ঘটে অভিনেত্রীর শাশুড়ির। এখন প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর হয়ে আছেন এই অভিনেত্রী।

সাত দফার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে রচনার। ভোটের প্রচারের সময়ে রচনার পাশে দেখা যায় তার স্বামী প্রবাল বসুকে। কিন্তু নির্বাচনের ফলাফল আসার আগেই এমন অঘটনে শোকের ছায়া নেমে আসলো এই অভিনেত্রীর পরিবারে। রচনার মত ভেঙে পড়েছেন তার স্বামীও।

গত বছরে বাবাকে হারিয়েছিলেন নায়িকা। ভোটের প্রচারেও তার বাবার অনুপস্থিতির কথা স্মরণ করেন রচনা। এবার আরও এক অভিভাবককে হারালেন এই অভিনেত্রী।