শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Logo

সবাই বিয়ে করছে, আর আমি

Kaushani Mukherjee
Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

published: 10 January, 2024, 01:56 AM

সবাই বিয়ে করছে, আর আমি

বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় কবে বিয়ে করছেন— সে প্রশ্ন ঘুরছে বহু দিন থেকেই। কিন্তু তা নিয়ে কোনো মাথাব্যথা নেই তাদের। নিজেদের মতো করে উপভোগ করছেন নিজেদের জীবন। 

এরই মধ্যে একটি অন্য ধরনের ভিডিও পোস্ট করেছেন কৌশানী। এতে দেখা যাচ্ছে, একটি স্লিপ থেকে গড়িয়ে নামছেন নায়িকা। বাচ্চাদের মতো নানা খেলায় মজেছেন অভিনেত্রী। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না। ছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতিসহ আরও অনেকে।

ভিডিওটি পোস্ট করে নায়িকা লেখেন, এ দিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্য দিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি। 

শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন নায়িকা। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। শোনা যাচ্ছে, এই সিনেমাতেও দেখা যাবে বনি-কৌশানী জুটিকে।




google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0