বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
Aamir Khan

আসছেন কিশোর কুমার হয়ে আমির খান

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২২ অক্টোবর, ২০২৪, ০২:৫৮পিএম

আসছেন কিশোর কুমার হয়ে আমির খান
__সংগৃহীত ছবি


ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কিশোর কুমারকে নিয়ে বায়োপিক আসছে; নির্মাণ করবেন অনুরাগ বসু। আর সেখানেই কিশোর কুমারের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান।
একের পর এক ব্যর্থতায় মাঝে বক্স অফিস থেকে বেশ লম্বা একটা বিরতি নিয়েছেন আমির খান। তবে এই সুপারস্টার আবার ফিরছেন দর্শক দরবারে।  
সম্প্রতিই ‘সিতারে জামিন পার’-এর শ্যুটিং সেরে ফেলেছেন আমির। যেটি কিনা আগামী ২০২৫ এ মুক্তি পাবে বলে খবর। এছাড়াও পিঙ্কভিলা সূত্রের খবর, আমিরের ঝুলিতে নাকি রয়েছে আরও ৫ টি ছবি, যেগুলো করার জন্য নাকি বেশ আগ্রহী নায়ক। তার মধ্যে রয়েছে কিশোর কুমারের বায়োপিক।
ইতোমধ্যে প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করেছেন আমির খান ও নির্মাতা অনুরাগ। এখনও পর্যন্ত তাদের মধ্যে মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও খবর।
সূত্রের খবর, কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের এক স্বপ্নের প্রোজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রোজেক্টটি উপস্থাপন করতে চান। এদিকে আমির খানও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে বলে খবর।