বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
Shraddha Kapoor

শ্রদ্ধা কাপুরের প্রতিভায় মুগ্ধ ভক্তরা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ০২ নভেম্বর, ২০২৪, ১১:৩৪এএম

শ্রদ্ধা কাপুরের প্রতিভায় মুগ্ধ ভক্তরা
শ্রদ্ধা কাপুর

অভিনেতা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী। শ্রদ্ধা কাপুরের বাবা মা চলচ্চিত্র জগতের অবদান থাকার সত্বেও তিনি নিজের দক্ষতায় এবং পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

তিনি প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন ২০১০ সালে' তিন পাত্তি' সিনেমার মাধ্যমে। ২০১৩ সালে মুক্তি পাওয়া 'আশিকি ২' ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

এই ছবিতে তার অভিনয় ছিল দর্শকের কাছে বেশ প্রশংসনীয়।এরপর তিনি 'ওকে জানু',' বাঘি', 'সাহো','হাফ গার্লফ্রেন্ড', ইত্যাদি নানা হিট সিনেমাতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। সম্প্রতি তার নতুন সিনেমা ' স্ত্রী ২' যা বেশ সাফল্য অর্জন করেছে এবং দর্শকদের মন জয় করেছে।

শ্রদ্ধা কাপুর দর্শকদের মন জয় করেছেন বহুদিন আগেই।ইন্ডাস্ট্রিতে নিজের একটি আলাদা জায়গাও তৈরি করেছেন। তাঁর অনেক প্রতিভার মধ্যে, বিভিন্ন ভাষায় সাবলীলভাবে কথা বলা অন্যতম।

কপিল শর্মার শোতে এই প্রতিভা প্রথম প্রকাশিত হয়েছিল, একটি বিজ্ঞাপনে সেটি আবার প্রদর্শিত হয়। ভাইরাল বিজ্ঞাপনটিতে দেখা যায়, শ্রদ্ধা অনায়াসে আমেরিকান, ইংরেজি, ফ্রেঞ্চ এবং রাশিয়ান উচ্চারণের মধ্যে দিয়ে করছেন লিপস্টিকের প্রচার। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, ভক্তরা তাঁর প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি তাঁকে একটি কমেডি ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছেন।

'স্ত্রী ২ 'সিনেমায় আরও অভিনয় করেছেন রাজকুমার রাও , পঙ্কজ ত্রিপাঠী , অপারশক্তি খুরানা, শ্রদ্ধা কাপুরের মতো শক্তিমান অভিনেতা। ছবিটি  দর্শকদের ভালো সাড়া পেয়েছে।সব মিলিয়ে সময় ভালো যাচ্ছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। নানা হিট সিনেমা উপহার দেওয়ার সত্বেও তিনি বলেছেন তিন খানের সঙ্গে কাজ করেননি। 

এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি অতীতে শাহরুখ খান, আমির খান এবং সলমন খানের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন,কিন্তু কিছু কারণে তিনি সেসব প্রস্তাব গ্রহণ করতে পারেননি।

তিনি বলেন, অনেক সময় এমন হয় ফিল্মের প্রস্তাব পাই কিন্তু চরিত্র বা গল্প ভালো হয় না। সিনেমা চরিত্র বা গল্প ভালো হলেই তিনি কাজ করবেন বলে স্পষ্ট জানান। এসবের মধ্যে দিয়ে তিনি বলেন ভালো চিত্রনাট্য যদি পান তবে তিনি কাজ অবশ্যই গ্রহণ করবেন।