রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
Office visit

টিকটকের অফিস ভিজিট করলেন অপূর্ব

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১১ জানুয়ারি, ২০২৪, ০৫:৪৪এএম

টিকটকের অফিস ভিজিট করলেন অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি দুবাইয়ে টিকটকের হেড অফিস ভিজিট করেছেন তিনি। এসময় বিভিন্ন স্টাইলিশ লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে বুধবার (১০ জানুয়ারি) বেশকিছু ছবি পোস্ট করে বিষয়টি নিজেই জানান অপূর্ব।

ফেসবুক পোস্ট এই অভিনেতা জানান, চমৎকার পরিবেশে তাকে স্বাগত জানানোর জন্য তিনি সম্মানিত বোধ করছেন। তার ভ্রমণের সময় এটি একটি স্পেশিয়াল দিন তার জন্য। তাকে যারা সশয় দিয়েছে সবাইকে ধন্যবাদ জানান অপূর্ব।

জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘তোমাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগলো। আমার প্রিয় ভাই শতোক খান এবং পূজা, আবদুল্লাহ, অমিত ও শফিককে বিশেষ ধন্যবাদ। শীঘ্রই আবার দেখা হবে।’

এদিকে, অপূর্বের পোস্টের কমেন্টস বক্সে সবাই ভালোবাসা ও শ্রদ্ধায় ভরিয়ে দেন। সেই সঙ্গে সবাই জিয়াউল ফারুক অপূর্বকে শুভকামনা জানান।