শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
Logo
Actress Samia

অনুমতি ছাড়া স্পর্শ করতে নিষেধ করলেন অভিনেত্রী সামিয়া

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১২ জানুয়ারি, ২০২৪, ০২:৫৭এএম

অনুমতি ছাড়া স্পর্শ করতে নিষেধ করলেন অভিনেত্রী সামিয়া

 অনুমতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করা যাবে না, এমন অভিমত প্রকাশ করেছেন অভিনেত্রী সামিয়া অথই।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তিজীবনেও আমি মনে করি ‘নো’ মানে ‘না’। কোনো কিছুতে নারী যদি না বলে সেটা মেনে নেওয়া উচিত। সেটা শুধু পর্দাতেই নয়, ব্যক্তিজীবনেও। যদি কোথাও দেখি হ্যারাসমেন্ট, ব্যাড ইনটেনশন, নেগেটিভিটি আমাকে স্পর্শ করার চেষ্টা করে, আমি সেখান থেকে সরে আসি। সবাইকে আমি বলব, তাদের নিজের জায়গায় সতর্ক থাকতে। না মানে না। কখনো কাউকে জোর করে হ্যারাসমেন্ট করা উচিত না

নিজেকে অভিনয় অঙ্গনের কোন জায়গায় দেখার ইচ্ছা রয়েছে? উত্তরে সামিয়া বলেন, অভিনয়ের জায়গায় নিজেকে পরিবর্তনশীল দেখতে চাই। অনেক বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে দেখতে চাই, অনেক চরিত্র গড়তে চাই, চরিত্রে ঢুকতে চাই। এই পরিবর্তনটাই দেখতে চাই আমি।

‘প্রেমপুরাণ’, ‘কাচের দেয়াল’, ‘ইনফিনিটি সিজন টু’ ওয়েবে ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী সামিয়া। তাকে দেখা গেছে দামাল চলচ্চিত্রেও। সম্প্রতি ‘মোবারকনামা’ সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এই সিরিজের মূল বক্তব্য—অনুমতি ছাড়া স্পর্শ নয়। এর সমর্থনেই সবর হয়েছেন সামিয়া।