শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
Logo
Parimani

বোনদের আবদার মেটালেন অভিনেত্রী পরীমণি!

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১৩ জানুয়ারি, ২০২৪, ০৩:৪২এএম

বোনদের আবদার মেটালেন অভিনেত্রী পরীমণি!

 ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তিনি ছেলেকে নিয়ে সামাজিক মাধ্যমে সবসময় পোস্ট দেন। ভিডিও শেয়ার করেন মা-ছেলের ভালোবাসার মুহূর্ত। এবার শীতের আমেজে সরিষা ক্ষেতে ছুটে গেলেন বোনদের (কাজিন) নিয়ে জীবনকে আনন্দময় করে তুলতে।

পরী তার ফেসবুকে লিখেছেন, ‘এই ছবি গুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। গাড়িতে বাবুকে ঘুমিয়ে রেখে একটা অজানা মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে নেমে পড়লাম শাড়ি খুঁজতে। পাই না পাই না, পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হলো। হতেই হতো আর কি!’

তিনি আরও লিখেছেন, ‘এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষ মেষ। ওদিকে রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনো। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করা যায়। উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের নিচে!

পরীর ভাষায়, ‘এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে আনন্দ করতে করতে এতো সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে পারলাম। মোট কথা হলো “ও পরী আপু চলোনা সবাই এক রকম শাড়ি পরে সরিষার মাঠে ছবি তুলি (বোনদের আবদার মেটাতে) এরপর তো ছবি তোলার তোড়জোড় শুরু হলো।!’

বোনদের উদ্দেশে নায়িকা বলেন, ‘আর আমি এই মহা যজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘন্টারও কম সময়ে। তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোদের ছোটদের সাথেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়।’