বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Ella

নবাগত ইলা স্বপ্নের পথে হাঁটছেন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৩২এএম

নবাগত ইলা স্বপ্নের পথে হাঁটছেন
নবাগত ইলা স্বপ্নের পথে হাঁটছেন

নবাগত ইলা আহাম্মেদ ছোটবেলার স্বপ্নের পথে হেঁটেই মডেলিং ও অভিনয় শুরু করেছেন। সম্প্রতি জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ওয়েব সিরিজ পয়জন" এর সুটিং শেষ করেছেন তিনি।

মামুনুর রশিদ তানিমের রচনায় ‘পয়জন’ ফিল্মটির চিত্রায়িত হয়েছে রাজধানীর মিরপুর, তিনশ ফিট এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে। বাস্তব জীবনের চরম সত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার ঘরানার এই ফিল্মটি।

ইলা এই কাজটি নিয়ে খুব বেশি আশাবাদী। ইতিমধ্যে ভালোবাসা দিবসের নাটক ও ঈদের নাটক নিয়েও শুটিংয়ে ব্যস্ততম সময় পার করছেন তিনি। 

পয়জন-এ ইলা ছাড়াও অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ, জাহিদ চৌধুরী প্রমুখ। ওয়েব ফিল্মটি শিগগিরই দীপ্ত ওটিটি প্লেতে মুক্তি পাবে বলে জানা গেছে।

ঢাকার খিলঁগা মডেল কলেজ থেকে বিএ শেষ করেছেন,সাত ভাই বোনের মাঝে ইলা সবার ছোট। মা মারা যাওয়ার পর থেকেই বাবার কাছেই মানুষ হয়েছে।


অচ / বি