সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
Actress Dighi

অভিনেত্রী দীঘি ডিবি কার্যালয়ে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:০৫এএম

অভিনেত্রী দীঘি ডিবি কার্যালয়ে
অভিনেত্রী দীঘি ডিবি কার্যালয়ে

অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিবি। 

সোমবার ডিবি সূত্র জানিয়েছে, অভিনেত্রী দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাক করে বিকাশ থেকে টাকা নিয়ে নেয় প্রতারকরা। এর পর তিনি ডিবিতে অভিযোগ দিলে আসামি গ্রেফতার হয়।

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় এই শিল্পী ইতিমধ্যেই নায়িকা হিসেবেও নিজের অবস্থান দৃঢ় করতে পেরেছেন।

শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। 

অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।


অচ / বি