শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
Logo
Actress Parimani

পরীর আজ সেলফি ডে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০৭ মার্চ, ২০২৪, ০৬:৩৩এএম

পরীর আজ সেলফি ডে
আজ অভিনেত্রী পরীমণি সেলফি ডে । ....সংগৃহীত ছবি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি তার ব্যক্তিগত কিংবা পেশাগত কাজ যে কোনকিছু দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সরব থাকেন। আজ ঐতিহাসিক ৭ মার্চের দিনে পরীমণি সাদা হিজাবে সবুজ গাছে ঘেরা সুইমিং পুলের পাশে একটি সেলফি তুলে পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- আজ আমার সেলফি ডে । ছবিটি পোস্ট করার ১২ মিনিটের মধ্যে প্রায় দেড় হাজার কমেন্ট ও প্রায় ১০ হাজার লোক ছবিটি দেখেছেন।

দীর্ঘ বিরতির পর গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে পরী ক্যামেরা সামনে দাঁড়ান। সেসময় পরীমণি বলেন, অনেকদিন কাজের বাইরে ছিলাম। নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেক দিন মুখিয়ে ছিলাম। ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে।

এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সরকারি অনুদান প্রাপ্ত ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

বিবিএন / ৭ মার্চ / অচ