শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
Logo
Sadi Mohammed

মোহাম্মদপুরে চিরনিদ্রায় শায়িত সাদি মহম্মদ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১৪ মার্চ, ২০২৪, ০৬:২২এএম

মোহাম্মদপুরে চিরনিদ্রায় শায়িত সাদি মহম্মদ
সংগীতশিল্পী সাদি মহম্মদ। সংগৃহীত ছবি

চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

প্রখ্যাত এ শিল্পী গতকাল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে মারা যান। বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। পুলিশের ধারণা, আত্মহননের পথ বেছে নিয়েছেন এই শিল্পী।

বিশ্বভারতী থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করা সাদি মহম্মদ একাধারে শিল্পী, শিক্ষক ও সুরকার ছিলেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়। অসংখ্য সিনেমা ও নাটকে প্লেব্যাক করেছেন সাদি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক। ২০১২ সালে সাদি মহম্মদকে আজীবন সম্মাননা দেয় চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।

শহিদ সলিম উল্লাহর ছেলে রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ এবং নৃত্যশিল্পী শিবলী মহম্মদ বাংলাদেশে সংস্কৃতি অঙ্গনে খুবই চেনা মুখ।

বিবিএন/১৪মার্চ/এসডি