শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
Logo
Actress Jaya Ahsan

লালে কাঁপন জাগালেন জয়া

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০১ এপ্রিল, ২০২৪, ০৫:০৪এএম

লালে কাঁপন জাগালেন জয়া
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।....সংগৃহীত ছবি

এপ্রিলের প্রথম দিনই সকাল সকাল ভক্তহৃদয়ে কাঁপন জাগালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার (১ এপিল) সকালে ফেসবুকের অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করেন জয়া। ওই ছবিতে দেখা যাচ্ছে, দেশের ঐতিহ্য তামা, কাসা, পিতলের বাসন কোসনের সামনে লাল রঙের শাড়িতে রানির মতো বসে আছেন অভিনেত্রী।

টাঙ্গাইলের লাল শাড়ি আর ফুল হাতার ব্লাউজে রানির বেশে জয়াকে দেখে ইতিবাচক কমেন্টস করছেন ভক্তরা। এক ভক্ত জয়াকে লিখেছেন, চোখ ধাঁধানো সুন্দরী। আরেকজন লিখেছেন, তিনি রাণী।

 সিনেমাজগতে দীর্ঘ সময় ধরে দুই বাংলায় রূপ আর অভিনয়ের রাজত্ব করছেন জয়া। সর্বশেষ কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর এবারের আসরে দুটি সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পান তিনি। 

একটি কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী এবং অন্যটি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে। তবে দুটি মনোনয়নের মধ্যে পুরস্কার জিতেছেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে।