বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
Parth Baruar

মারা গেলেন পার্থ বড়ুয়ার বাবা বিমল

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৩ এপ্রিল, ২০২৪, ০৭:৩৭এএম

মারা গেলেন পার্থ বড়ুয়ার বাবা বিমল
সংগীতশিল্পী-অভিনেতা পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া আর নেই।.....সংগৃহীত ছবি

সংগীতশিল্পী-অভিনেতা পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া আর নেই। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মগবাজারে নিজের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০।

বাবার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন পার্থ বড়ুয়া। সোলস ব্যান্ডের অন্যতম এই সদস্য জানান, বার্ধক্যজনিত রোগে তাঁর বাবা বিমল কান্তি বড়ুয়া মারা গেছেন।

বুধবার দুপুরে ঢাকার সবুজবাগের বৌদ্ধমন্দিরে তাঁর বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে অনিত্য সভা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছামতীতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার ছিলেন। তিনি বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।