বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
Abhishek-Aishwarya in one frame

১৭তম বিবাহবার্ষিকীতে একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ২০ এপ্রিল, ২০২৪, ০৯:৫৭পিএম

১৭তম বিবাহবার্ষিকীতে একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া
১৭তম বিবাহবার্ষিকীতে একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া

বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের ১৭তম বিবাহবার্ষিকী গেল ২০ এপ্রিল(রোববার)। এদিন দিনভর পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা। প্রায় মধ্যরাতে একফ্রেমে ধরা দিলেন দুজনে, যার কারণ মেয়ে আরাধ্যা।

এদিন ইনস্টাগ্রামে হৃদয়ের ইমোজি লিখে একটি ছবি শেয়ার করেন নীল নয়না সুন্দরী আরাধ্যা বচ্চন। 

ছবিতে দেখা যায়, মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, ছবিটি তুলেছেন ঐশ্বর্য। নায়িকার ভুবন মাতানো নয়ন যুগলকে ছাপিয়ে এই ছবিতে নজরকাড়া আরাধ্যা। ঐশ্বর্য কন্যার এই ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই। 

এই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক। ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে সেরেছিলেন অভিষেক-ঐশ্বর্য, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম হয় আরাধ্যার।

বিবিএন-এসডি