মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
Mumtaz
মমতাজ

৬৩ বছরেও আমার মতো সুন্দর থাকবেন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৫ মে, ২০২৪, ০৪:২৮পিএম

৬৩ বছরেও আমার মতো সুন্দর থাকবেন
মমতাজ

ফোক সম্রাজ্ঞী মমতাজের জন্মদিন রোববার (০৫ মে)। তবে বিশেষ এদিনে দেশে নেই মমতাজ।

অবস্থান করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। গানের জন্যই সেখানে যাওয়া।

গেল ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফোক গানের এই শিল্পী। বর্তমানে দেশটিতে আয়োজিত বিভিন্ন স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। ফিরবেন চলতি মাসের শেষ দিকে।

মমতাজ জানান, জন্মদিনে ঘরোয়া আয়োজনে কেক কাটেন তিনি। এসময় তার সঙ্গে ছিল বরেণ্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, নীলিমা শশীসহ অনেকে।

গায়িকার কথায়, জন্মদিনটা এত পুরোনো হয়ে গেছে ফেসবুক না থাকলে হয়তো ভুলেই যেতাম। ধন্যবাদ সবাইকে, যারা এদিনটি মনে রেখে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

সঙ্গে এও বলেন, মন সুন্দর রাখলে ৬৩ বছর বয়সেও আমার মতো সুন্দর ও সুস্থ থাকবেন।

মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন মমতাজ। তার বাবা মধু বয়াতিও গান করতেন। তার কাছেই মমতাজের গানের হাতেখড়ি। পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আবদুর রশীদ সরকারের কাছে গানের তালিম নেন।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৭০০ শতাধিক গানের রেকর্ড করেছেন মমতাজ। তিনবার সংসদ সদস্য ছিলেন তিনি।