বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Free operation of 40 patients

চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪০ জন রোগীর অপারেশন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৩পিএম

চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪০ জন রোগীর অপারেশন
....সংগৃহীত ছবি

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব-দুস্থ ৪০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার অপারেশন করা হচ্ছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও ২০ জন নারী রোগী রয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশনের ও দোয়ারকা দাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে অপারেশন অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান, ডা. জেরিন পারভীন ও ডা. নুসরাত লুবনা ইসলাম।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩ হাজার ২৫৫ এর বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

তিনি জানান, এ ক্যাম্পটি গত বছরের ১৯ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। ওই কাম্পে মোট ১ হাজার ২৫০ রোগীকে বিনামূল্য চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার সেখানকার প্রথম ব্যাচের ৪০ জন রোগীর এ অপারেশন করা হচ্ছে।