সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
Dr. Syed Shariful Islam

ডা. সৈয়দ শরীফুল ইসলাম আর নেই

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৯পিএম

ডা. সৈয়দ শরীফুল ইসলাম আর নেই
সাবেক ডিন অধ্যাপক ডা. সৈয়দ শরীফুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।....সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. সৈয়দ শরীফুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জানা গেছে, অধ্যাপক ডা. সৈয়দ শরীফুল ইসলাম জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবেও কর্মরত ছিলেন। এছাড়াও এর আগে তিনি ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, অধ্যাপক ডা. সৈয়দ শরীফুল ইসলামকে ময়মনসিংহ শহরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ডা. সৈয়দ শরীফুল ইসলামের মৃত্যুতে শোক ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউ উপাচার্য।