শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Fish masala recipe

মাছের মসলা তৈরির রেসিপি,জেনে নিন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২১ আগস্ট, ২০২৪, ০২:১৩এএম

মাছের মসলা তৈরির রেসিপি,জেনে নিন
মাছের মসলা তৈরির রেসিপি.....সংগৃহীত ছবি

মাছে-ভাতে বাঙালি। আমাদের প্রতিদিনের রান্নায় মাছ থাকেই। সপ্তাহের অধিকাংশ দিনই কোনো না কোনো মাছ খাওয়া হয় নিশ্চয়ই? তবে প্রতিদিন একইভাবে রান্না করলে মাছের স্বাদ একঘেয়ে লাগতে পারে। এক্ষেত্রে রান্নায় বৈচিত্র আনতে পারে মসলার ব্যবহার। খুব সাধারণ কিছু মসলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মাছের মসলা। এই মসলার ব্যবহারে আপনার সাধারণ রান্নাও হয়ে উঠবে অসাধারণ। চলুন জেনে নেওয়া যাক মাছের মসলা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

জিরা- ১ চামচ

মৌরি- ১ চামচ

সরিষা- ১ চামচ

শুকনো মরিচ- ২টি

পাঁচফোড়ন- ১/২ চামচ

গোলমরিচ- ১/২ চামচ

রাঁধুনী- ১/২ চামচ।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ একসঙ্গে সামান্য ভেজে নিতে হবে। চাইলে ভাজা ছাড়াও গুঁড়া করতে পারবেন। তবে হালকা ভেজে নিলে গন্ধটা সুন্দর হবে। ভেজে নিয়ে এরপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে পাটায় গুঁড়া করে নিন। মাছের মসলা কষানোর সময় এই গুঁড়া থেকে এক চা চামচ ব্যবহার করলেই স্বাদ ও গন্ধ বেড়ে যাবে। আরও কম মসলা খেতে চাইলে আধা চা চামচও দিতে পারেন। এই সাধারণ মসলা ব্যবহারেই আপনার রান্না হয়ে উঠবে অসাধারণ।