বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
Delicious beef shahi rezala recipe

গরুর মাংসের সুস্বাদু শাহী রেজালার মজাদার রেসিপি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৪পিএম

গরুর মাংসের সুস্বাদু শাহী রেজালার মজাদার রেসিপি
.....সংগৃহীত ছবি

সাপ্তাহিক ছুটির দিনে খাওয়া মানেই বাহারি পদের মাংস রান্না। কম-বেশি সবাই গরুর মাংস খেতে পছন্দ করেন।

আর মেহমান এলেতো কথাই নেই, বাড়িতে সেদিন গরুর মাংস থাকবেই। তাই খাবারে ভিন্নতা আনতে সাপ্তাহিক ছুটির দিনে রান্না করুন গরুর মাংসের সুস্বাদু শাহী রেজালা। চলুন জেনে নেওয়া যাক শাহী রেজালার মজাদার রেসিপি।

যা যা লাগবে: 

গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, হলুদ, জিরা-ধনিয়া, কিশমিশ-আলু বোখারা, টকদই, বাদামবাটা, চিনি, কাঁচামরিচ, জয়ফল ও জয়ত্রী, গরম মসলা, তেজপাতা ও সয়াবিন তেল (সব উপকরণ নেবেন পরিমাণ মতো)।

যেভাবে রাঁধবেন:

প্রথমে মাংস ভালোমতো পরিষ্কার করুন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে একসাথে মিশিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রাখুন। মাংস মেরিনেট হলে চুলায় বসিয়ে দিন একটি সসপ্যান। সসপ্যানে তেল গরমে করে পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মসলা দিয়ে মেরিনেট করা মাংস দিন। মাঝারি আঁচে মাংস ভালো করে নেড়েচেড়ে সেদ্ধহওয়ার জন্য ঢেকে দিন ১০ মিনিটের মতো। এ সময়ের মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে পারেন যেন চুলার তাপে সসপ্যানে মাংস না লেগে যায়। মাংস সেদ্ধ হয়ে এলে কিশমিশ ও আলুবোখারা দিন। এরপর ঢাকনা দিয়ে মৃদু আঁচে আরও কিছু সময় রান্না করুন। একপর্যায়ে লবণ ঠিকঠাক হয়েছে কি না দেখুন। অল্প কিছু সময়ের মধ্যেই মাংস থেকে তেল উঠতে শুরু করবে। তেল উঠতে শুরু করলেই চুলা থেকে নামিয়ে নিন গরুর মাংসের সুস্বাদু শাহী রেজালা। পরিবেশন করুন গরম গরম।