রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
papaya leaves

চুল ও স্বাস্থ্যে পেঁপে পাতার উপকারিতা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১১ মার্চ, ২০২৫, ০৯:১১পিএম

চুল ও স্বাস্থ্যে পেঁপে পাতার উপকারিতা
.....সংগৃহীত ছবি

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে পাতার রস চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধি বাড়ায়। এ ছাড়া পেঁপে পাতার রস পান করলে শরীরের যেকোনো অংশের ফোলাভাব কমাতে সহায়ক হতে পারে। 

চিকিৎসকদের মতে, পেঁপে পাতার রস রক্তে শর্করার এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পেঁপে পাতার বিভিন্ন উপাদান সংবেদনশীলতা উন্নত করতে উপকারী।

যা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। পেঁপে পাতার চা বা নির্যাস খেলে তারা ভালো ফল পেতে পারেন।

পেঁপে পাতায় থাকা পুষ্টি শরীরের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। তাই সকালে খালি পেটে পেঁপে পাতার রস পান করা উপকারী হতে পারে।

তবে অতিরিক্ত রস পান করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বর প্রতিরোধে বিশেষ উপকারী। ডেঙ্গু ভাইরাস রক্তে অণুচক্রিকার সংখ্যা কমিয়ে দেয়। কিন্তু পেঁপে পাতার রস অণুচক্রিকা বা প্লাটিলেটের সংখ্যা বাড়িয়ে ডেঙ্গুর লক্ষণগুলোর তীব্রতা কমাতে সহায়তা করে।

পেঁপে পাতায় ক্যান্সার প্রতিরোধী গুণ থাকতে পারে। এর অ্যান্টি-অক্সিডেন্টের উচ্চ ঘনত্ব ক্যান্সার কোষের বৃদ্ধির বিরুদ্ধে কার্যকরী হতে পারে। পেঁপে পাতার নির্যাস স্তন, লিভারসহ বিভিন্ন ক্যান্সার কোষের বিস্তার রোধে সাহায্য করতে পারে।

সূত্র : নিউজ ১৮